Monday, September 25, 2017

ভ্রমরা রে তুই এফুলে ওফুলে

F
ভ্রমরা রে...
তুই এফুলে ওফুলে কি কথা শুনিয়ে যাস রে
সে কি না লেখা কোন কবিতা
তাই লুকিয়ে কিছু শুনি তা
খুশিতে আবেগে কাঁপেযে ফাগুন মাসরে।।

মন ভোলানোর মন্ত্রটা তুই ভালই গেছিস শিখে
সেই তোকে তার মন দিয়ে ফেলে তাকাসনে যার দিকে
সে তো জানেনা তুই পালাবি (২)
শুধু নেশাতেই মন জ্বালাবি
এখেলা খেলেযে ঘটাবি সর্বনাশ রে।।

তবু শুনে রাখ, তুই শুনে রাখ
সব ফুলেরাই সহজ সরল নয়
অনেকের ঐ পাপড়ির নিচে গোপন কাঁটা যে রয়।

আরো প্রনয়ে  তোকে  জড়িয়ে, আরো সুখেতে মন ভরিয়ে
হঠাৎকখন পরাবি মরন ফাসরে।।

শিল্পীঃ মান্না দে
কথাঃ পুলক বন্দোপাধ্যায়
সুরকার: প্রভাস দে