Tuesday, December 8, 2020

হৃদয়ের গান শিখে তো গায় গো সবাই

হৃদয়ের গান শিখে তো
গায় গো সবাই,
ক'জনা হৃদয় দিয়ে গাইতে জানে,
নয়নে কাজল সে তো সবাই পরে
ক'জনা তোমার মত চাইতে জানে।।

কত না রঙ বাহারী ফুলের মালায়
খোঁপাটি বাহার করে সবাই সাজায়,
জুঁই ফুল এমন করে এলো খোঁপায়
ক'জনা তোমার মত ছাইতে জানে।।

কাহিনী গল্প গাঁথা কত
কি কয় সকলে,
এভাবে মনের কথা
বল না আর কে বলে।

সবারই জীবনে প্রেম হয়তো আসে
জানি না এমন ভালো আর কে বাসে,
স্বপনের সোনার তরী কূল হারিয়ে
ক'জনা তোমার মত বাইতে জানে।


কথা : পুলক বন্দ্যোপাধ্যায়
সুর : রতু মুখোপাধ্যায়