Monday, September 3, 2018

আমায় চিনতে কেন পারছো না মা

C
আমায় চিনতে কেন পারছো না মা
সবই ভুলে গেলে
আমি তোমার অবোধ ছেলে
ফিরে এলাম মায়ের কোলে।।

স্বর্গ কোথায় তা জানি না
আমি জানি এই ঠিকানা
যেখানে সব স্বর্গ মর্ত পাতাল হারায় রসাতলে।।

শেষ হল মা ধূলা খেলা এবার হবে সোনার খেলা
সীমানাহীন আনন্দে মা কাটবে আমার সারা বেলা।

এসো তুমি হাত বাড়িয়ে
চলে আমার সঙ্গে নিয়ে
যেখানে সব জন্ম মৃত্যু হয় একাকার প্রতি পলে।।


কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সুর: সুপর্ণ কান্তি ঘোষ

এই কুলে আমি আর ওই কুলে তুমি

C#
এই কুলে আমি আর ওই কুলে তুমি
মাঝখানে নদী ওই বয়ে চলো যায় |
তবুও তোমার আমি পাই ওগো সাড়া
দুটি পাখী দুটি কুলে গান যেন গায়।।

যুগে যুগে তুমি মোরে বেঁধেছিলে ফুলডোরে
তাই আজ বসে থাকি আশায় আশায়।।

দূরে আছ তবু কথা হয় বিনিময়,
জাননাতো কি নিবিড় এই পরিচয় |

দেখি আমি চোখ মেলে মনের মাধুরী ঢেলে,
তুমি যে গো ভেসে এলে প্রাণের খেয়ায় ||


—————–
কথা- গৌরীপ্রসন্ন মজুমদার
সুর ও শিল্পী- মান্না দে

Sunday, September 2, 2018

তুমি অনেক যত্ন করে Cm

Cm
তুমি অনেক যত্ন করে
আমায় দুঃখ দিতে চেয়েছো দিতে পারনি
কি তার জবাব দেবে
যদি বলি আমি কি হেরেছি !?
তুমিও কি একটুও হারোনি ।।

সবুজ পাতাকে ছিড়ে ফেলেছো –
ফুলেতে আগুন তুমি জ্বেলেছো
ফাগুনের সব কেড়ে নিয়েছো –
স্মৃতিটুকু তার কেন কাড়নি।।

অন্তরে আলো জ্বেলে রেখে –
দৃষ্টিকে গেছ শুধু আঁধারেতে ঢেকে।

নিজেকে প্রশ্ন করে দেখনা
যার নাম তুমি আর লিখনা
কেন তাকে ধরে আছো হৃদয়ে
বিদায়ের  পথ কেন ছাড়োনি
তুমিও কি একটুও হারনি।।

Sunday, April 22, 2018

ওগো বরষা তুমি ঝরো না গো F

D#
ওগো বরষা তুমি ঝরো না গো অমন জোরে
কাছে সে আসবে তবে কেমন করে
রিমঝিম রিমঝিম রিমঝিম
এলে না হয় ঝোরো তখন অঝর ধারে
যাতে সে যেতে চেয়েও যেতে নাহি পারে
বিমঝিম ঝিম ঝিম ঝিম।।

মেঘ তুমি চাঁদকে ঢেক যদি ওঠে
চন্দ্রমল্লিকা যেন না ফোটে
আমারি চাঁদ আমার থাকুক
কেউ যেন না দেখে তারে
রিমঝিম রিমঝিম রিমঝিম।।
যেন তার পায়ের নুপুর বাজে রুমঝুম
এত রাতেও ভ্রমর কেন কর গুনগুন
লক্ষী ভ্রমর চুপ করোনা
আসছে সে আজ আমার দ্বারে
রিমঝিম রিমঝিম রিমঝিম।।

রাজা মুকুট পরে বসে আছ সিংহাসনে

G#

রাজা......
মুকুট পরে বসে আছ সিংহাসনে
রাজ্য জুড়ে সবাই তোমায় ভীষণ মানে
যখন তখন যাকে তাকে পাঠাও তুমি নির্বাসনে
নিজেও তুমি বন্দি সেটা কজন জানে।।

চতুর্দিকে চলছে কতই যে অনাচার
সভায় বসে করছ তুমি সবার বিচার
চতুর্দিকে চলছে কতই যে অনাচার
সভায় বসে করছ তুমি সবার বিচার
তোমার বিচার করছে কি কেউ অন্যখানে।

পোষাকে আর জাঁকজমকে নিজেকে আড়াল করে
পেতে চাও সান্ত্বনা কি ঘরের মাঝে ঘর গড়েG

যুদ্ধ জিতে আনছো ভূমি পদতলে
আবার কখন পরাজয়ের তিলক ভালে
এক তিল যে শান্তি তোমার নেই তো প্রাণে।।

ও আমার মন যমুনার D#

D#
ও আমার মন যমুনার অঙ্গে অঙ্গে
ভাব তরঙ্গে কতই খেলা
বধূ কি তীরে বসেই মধুর হেসে
দেখবে শুধুই সারাবেলা।।

ও রূপের মিথ্যে গরব অমন যদি বিরূপ থাকে
ও গুণের কি দাম বল লাজেই যদি আগুন ঢাকে?
কবে আর আসবে সময় বাসবে ভাল
ভাসবে ময়ূরপঙ্খী ভেলা?।।

কি অত বিচার করা অবিচারের ভয় করে যে
কি অত হিসাব করা বেহিসাবের ভুল ধরে যে

এখনো ডুব না দিলে করবে সিনান হায়গো কবে,
গাগরী ভরার বেলা অবহেলায় সাঙ্গ হবে
মনেরই সোনা যে হয় আনমনাগো
দিন গোনাতে মাটির ঢেলা।।

Monday, April 2, 2018

চম্পা চামেলী গোলাপেরই বাগে

A#

চম্পা চামেলী গোলাপেরই বাগে
এমনও মাধবী নিশি আসেনি আগে।।

চাঁপারও আতর মেখে কোয়েলা ওঠে যে জেগে
পিউ কাহা পিউ কাহা ভরা অনুরাগে।।

যত কথা প্রানে ছিল স্মৃতি হয়ে যায়
সুর যেন মালা হয়ে কন্ঠে জড়ায়।

হৃদয়েরও কুঞ্জ মাঝে রাধার ও নুপূর বাজে
জীবনের ও মধুবনে মধুঝতু জাগে।।



Saturday, March 31, 2018

কথায় কথায় যে রাত হয়ে যায়

কথায় কথায় যে রাত হয়ে যায়
কি কথা রাখলে বাকি।
খুঁজে দেখনা বুঝে দেখনা
ভেবে দেখনা তা কি জাননা
কিছু না বলে চলে গিয়ে
মনকে দিওনা ফাঁকি।।
তোমার চোখের আলোয়
আমি এ মন করেছি আলো
আমায় ভালোবাসায়
তুমি আকাশ প্রদীপ জ্বালো।
প্রিয়ভাষিনী কথা রাখোনি।
আশায় আশায় কত যে আর
শুধুই বসে থাকি।।
আজ কি তোমার স্বপ্ন দেখার
সময় নিয়ে নিয়ে যায় যে সব হারিয়ে।
তোমার প্রথম ডাকে
আমি অনেক দিয়েছি সাড়া
তোমার মনের ছায়ায়
আমি ঘুরে ঘুরে দিশাহারা।
প্রিয়ভাষিনী কথা রাখোনি
ফাগুন এসে অজান্তে আজ
হোল কি বৈশাখী।।

ও চাঁদ সামলে রাখো জোছনাকে

Cm

ও চাঁদ সামলে রাখো জোছনাকে
কারো নজর লাগতে পারে
মেঘেদের উড়ো চিঠি উড়েও তো আসতে পারে
ও চাঁদ সামলে রাখো জোছনাকে।।

ঝলমল করিও না গো তোমার ঐ অতো আলো
বেশী রূপ হলে পরে সাবধানে থাকাই ভালো
মুখের ঐ উড়নিটাকে একটু রাখো খুলনাকো দোহাই একেবারে
ও চাঁদ সামলে রাখো জোছনাকে।।
এই সবে রাত হয়েছে এখনি অমন হলে
মাঝরাতে আকাশটাতে যাবে যে আগুন জ্বলে
সেই ফাঁকে তুমিও কখন চুরি যাবে
কাকে পাবে বাঁচাতে তোমারে
ও চাঁদ সামলে রাখো জোছনাকে।।

আমার ভালোবাসার রাজপ্রাসাদে

আমার ভালোবাসার রাজপ্রাসাদে
নিশুতি রাত গুমরে কাঁদে
মনের ময়ুর মরেছে ঐ
ময়ুর মহলেই
দেখি মুকুটটা তো পড়ে আছে
রাজাই শুধু নেই।।
দরবারে তার ছিলো আমার সোনার সিংহাসন
আমি হাজার হাতের সেলাম পেলাম
পেলাম না তো মন
আজ মখমলের ঐ পর্দাগুলো
ওড়ায় শুধু স্মৃতির ধূলো
ফুলবাগানের বাতাস এসে
আছড়ে পড়ে যেই।।
আমার নাচঘরে যেই পাগল হত
নূপুর তোমার পায়
আমি ইরান দেশের গোলাপ ছুঁড়ে
দিতাম তোমার গায়
তুমি শ্বেত পাথরের গেলাসস ভরে
অনেক শুধা দিতে ভরে
আমি বিষও পেলাম তোমার দেয়া
ঐ পেয়ালাতেই।।

এতো রাগ নয় এ যে অভিমান

F
এতো রাগ নয় এ যে অভিমান এ শুধু তোমায় চাওয়ার
আরো বেশী কাছে পাওয়ার ছল ভরা গান এ যে অভিমান।।
জানো না কি আকাশ নিজেই সাধ করে চায় মেঘের কালো
যাতে ঐ পুরনো চাঁদ নতুন করে লাগে ভালো
অভিমান এমনি করেই অনেক বেশী
আরো অনেক বেশী বাড়ায় মনের টান।।
মাঝে মাঝে মন্দ হলেও মন্দ কি
কাঁটা না বিঁধিয়ে হাতে তুললে গোলাপ আনন্দ কি।
আসলে ইচ্ছে করেই বেসুরো গাই মাঝে মাঝে।
যাতে ঐ একটানা সুর নতুন করে বুকে বাজে
বিরহের জ্বালার পরেই মধুর লাগে বড় মধুর লাগে মিলন সুধা পান।।

Thursday, February 22, 2018

যদি হিমালয় আল্পসের D#

C#/D#
যদি হিমালয় আল্পসের সমস্ত জমাট বরফ
একদিন গলেও যায়, তবুও তুমি আমার
যদি নায়াগ্রা জলপ্রপাত
একদিন সাহারের কাছে চলেও যায়
তবুও তুমি আমার।

যদি প্রশান্ত মহাসাগরে একফোটা
জল আর নাও থাকে
যদি গঙ্গা-ভলগা-হোয়াংহো
নিজেদের শুকিয়েও রাখে
যদি ভিসুভিয়াস-ফুজিয়ামা
একদিন জ্বলতে জ্বলতে জ্বলেও যায়
তবুও তুমি আমার।।

যদি পৃথিবীকে ধ্বংস করতে একদিন
তৃতীয় মহাযুদ্ধও বাঁধে
যদি নিভেও যায় কোনদিন
যতটুকু আলো আছে ওই সূর্য আর চাদেঁ
যদি সাইবেরিয়ার তুষারে কখনও
সবুজ ফসল ফলেও যায়
তবুও তুমি আমার।।