Sunday, April 22, 2018

ওগো বরষা তুমি ঝরো না গো F

D#
ওগো বরষা তুমি ঝরো না গো অমন জোরে
কাছে সে আসবে তবে কেমন করে
রিমঝিম রিমঝিম রিমঝিম
এলে না হয় ঝোরো তখন অঝর ধারে
যাতে সে যেতে চেয়েও যেতে নাহি পারে
বিমঝিম ঝিম ঝিম ঝিম।।

মেঘ তুমি চাঁদকে ঢেক যদি ওঠে
চন্দ্রমল্লিকা যেন না ফোটে
আমারি চাঁদ আমার থাকুক
কেউ যেন না দেখে তারে
রিমঝিম রিমঝিম রিমঝিম।।
যেন তার পায়ের নুপুর বাজে রুমঝুম
এত রাতেও ভ্রমর কেন কর গুনগুন
লক্ষী ভ্রমর চুপ করোনা
আসছে সে আজ আমার দ্বারে
রিমঝিম রিমঝিম রিমঝিম।।

রাজা মুকুট পরে বসে আছ সিংহাসনে

G#

রাজা......
মুকুট পরে বসে আছ সিংহাসনে
রাজ্য জুড়ে সবাই তোমায় ভীষণ মানে
যখন তখন যাকে তাকে পাঠাও তুমি নির্বাসনে
নিজেও তুমি বন্দি সেটা কজন জানে।।

চতুর্দিকে চলছে কতই যে অনাচার
সভায় বসে করছ তুমি সবার বিচার
চতুর্দিকে চলছে কতই যে অনাচার
সভায় বসে করছ তুমি সবার বিচার
তোমার বিচার করছে কি কেউ অন্যখানে।

পোষাকে আর জাঁকজমকে নিজেকে আড়াল করে
পেতে চাও সান্ত্বনা কি ঘরের মাঝে ঘর গড়েG

যুদ্ধ জিতে আনছো ভূমি পদতলে
আবার কখন পরাজয়ের তিলক ভালে
এক তিল যে শান্তি তোমার নেই তো প্রাণে।।

ও আমার মন যমুনার D#

D#
ও আমার মন যমুনার অঙ্গে অঙ্গে
ভাব তরঙ্গে কতই খেলা
বধূ কি তীরে বসেই মধুর হেসে
দেখবে শুধুই সারাবেলা।।

ও রূপের মিথ্যে গরব অমন যদি বিরূপ থাকে
ও গুণের কি দাম বল লাজেই যদি আগুন ঢাকে?
কবে আর আসবে সময় বাসবে ভাল
ভাসবে ময়ূরপঙ্খী ভেলা?।।

কি অত বিচার করা অবিচারের ভয় করে যে
কি অত হিসাব করা বেহিসাবের ভুল ধরে যে

এখনো ডুব না দিলে করবে সিনান হায়গো কবে,
গাগরী ভরার বেলা অবহেলায় সাঙ্গ হবে
মনেরই সোনা যে হয় আনমনাগো
দিন গোনাতে মাটির ঢেলা।।

Monday, April 2, 2018

চম্পা চামেলী গোলাপেরই বাগে

A#

চম্পা চামেলী গোলাপেরই বাগে
এমনও মাধবী নিশি আসেনি আগে।।

চাঁপারও আতর মেখে কোয়েলা ওঠে যে জেগে
পিউ কাহা পিউ কাহা ভরা অনুরাগে।।

যত কথা প্রানে ছিল স্মৃতি হয়ে যায়
সুর যেন মালা হয়ে কন্ঠে জড়ায়।

হৃদয়েরও কুঞ্জ মাঝে রাধার ও নুপূর বাজে
জীবনের ও মধুবনে মধুঝতু জাগে।।