Tuesday, October 25, 2016

কাহারবা নয় দাদরা বাজাও

কাহারবা নয় দাদরা বাজাও
উল্টো পাল্টা মারছ চাঁটি
শশীকান্ত তুমিই দেখছি
আসরটাকে করবে মাটি।।


রোশনী বাঈয়ের পায়ের পায়েল
কলজেটাকে করুক ঘায়েল
আমার পদ্মপাতায় লাগবে না দাগ
কলঙ্কপাঁক যতই ঘাঁটি (আহ)।।


গোলাপ জল দাও ছিটিয়ে,
গোলাপ ফুলের পাপড়ি ছড়াও

ভুলতে যে চাই বুকের জ্বালা
রক্তে নেশার আগুন ধরাও।।


প্রতি রাতের এই যে আসর
এই তো আমার জীবন বাসর
আমার ইচ্ছে করে শূন্যে উঠে
মেঘের উপর দিয়ে হাঁটি (আহ)।।

আমি যামিনী তুমি শশী হে

D#
আমি যামিনী তুমি শশী হে
ভাতিছ গগন মাঝে।
মম সরসীতে তব উজল প্রভা
বিম্বিত যেন লাজে।।

তোমায় হেরিগো স্বপনে শয়ানে
তাম্বুর রাঙ্গা বয়ানে (তব)
মরি অপরূপ রূপ মাধুরী
বসন্ত-সম বিরাজে।।

তুমি যে শিশির বিন্দু
মম কুমুদির বক্ষে
না হেরিলে ওগো তোমারে
তমসা ঘনায় চক্ষে।

তুমি অগণিত তাঁরা গগনে
প্রাণবায়ু মম জীবনে (তুমি)
তব নামে মম প্রেম মুরলী
পরাণের গোঠে বাজে।।