Monday, September 3, 2018

আমায় চিনতে কেন পারছো না মা

C
আমায় চিনতে কেন পারছো না মা
সবই ভুলে গেলে
আমি তোমার অবোধ ছেলে
ফিরে এলাম মায়ের কোলে।।

স্বর্গ কোথায় তা জানি না
আমি জানি এই ঠিকানা
যেখানে সব স্বর্গ মর্ত পাতাল হারায় রসাতলে।।

শেষ হল মা ধূলা খেলা এবার হবে সোনার খেলা
সীমানাহীন আনন্দে মা কাটবে আমার সারা বেলা।

এসো তুমি হাত বাড়িয়ে
চলে আমার সঙ্গে নিয়ে
যেখানে সব জন্ম মৃত্যু হয় একাকার প্রতি পলে।।


কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সুর: সুপর্ণ কান্তি ঘোষ

এই কুলে আমি আর ওই কুলে তুমি

C#
এই কুলে আমি আর ওই কুলে তুমি
মাঝখানে নদী ওই বয়ে চলো যায় |
তবুও তোমার আমি পাই ওগো সাড়া
দুটি পাখী দুটি কুলে গান যেন গায়।।

যুগে যুগে তুমি মোরে বেঁধেছিলে ফুলডোরে
তাই আজ বসে থাকি আশায় আশায়।।

দূরে আছ তবু কথা হয় বিনিময়,
জাননাতো কি নিবিড় এই পরিচয় |

দেখি আমি চোখ মেলে মনের মাধুরী ঢেলে,
তুমি যে গো ভেসে এলে প্রাণের খেয়ায় ||


—————–
কথা- গৌরীপ্রসন্ন মজুমদার
সুর ও শিল্পী- মান্না দে

Sunday, September 2, 2018

তুমি অনেক যত্ন করে Cm

Cm
তুমি অনেক যত্ন করে
আমায় দুঃখ দিতে চেয়েছো দিতে পারনি
কি তার জবাব দেবে
যদি বলি আমি কি হেরেছি !?
তুমিও কি একটুও হারোনি ।।

সবুজ পাতাকে ছিড়ে ফেলেছো –
ফুলেতে আগুন তুমি জ্বেলেছো
ফাগুনের সব কেড়ে নিয়েছো –
স্মৃতিটুকু তার কেন কাড়নি।।

অন্তরে আলো জ্বেলে রেখে –
দৃষ্টিকে গেছ শুধু আঁধারেতে ঢেকে।

নিজেকে প্রশ্ন করে দেখনা
যার নাম তুমি আর লিখনা
কেন তাকে ধরে আছো হৃদয়ে
বিদায়ের  পথ কেন ছাড়োনি
তুমিও কি একটুও হারনি।।