Saturday, March 31, 2018

কথায় কথায় যে রাত হয়ে যায়

কথায় কথায় যে রাত হয়ে যায়
কি কথা রাখলে বাকি।
খুঁজে দেখনা বুঝে দেখনা
ভেবে দেখনা তা কি জাননা
কিছু না বলে চলে গিয়ে
মনকে দিওনা ফাঁকি।।
তোমার চোখের আলোয়
আমি এ মন করেছি আলো
আমায় ভালোবাসায়
তুমি আকাশ প্রদীপ জ্বালো।
প্রিয়ভাষিনী কথা রাখোনি।
আশায় আশায় কত যে আর
শুধুই বসে থাকি।।
আজ কি তোমার স্বপ্ন দেখার
সময় নিয়ে নিয়ে যায় যে সব হারিয়ে।
তোমার প্রথম ডাকে
আমি অনেক দিয়েছি সাড়া
তোমার মনের ছায়ায়
আমি ঘুরে ঘুরে দিশাহারা।
প্রিয়ভাষিনী কথা রাখোনি
ফাগুন এসে অজান্তে আজ
হোল কি বৈশাখী।।

ও চাঁদ সামলে রাখো জোছনাকে

Cm

ও চাঁদ সামলে রাখো জোছনাকে
কারো নজর লাগতে পারে
মেঘেদের উড়ো চিঠি উড়েও তো আসতে পারে
ও চাঁদ সামলে রাখো জোছনাকে।।

ঝলমল করিও না গো তোমার ঐ অতো আলো
বেশী রূপ হলে পরে সাবধানে থাকাই ভালো
মুখের ঐ উড়নিটাকে একটু রাখো খুলনাকো দোহাই একেবারে
ও চাঁদ সামলে রাখো জোছনাকে।।
এই সবে রাত হয়েছে এখনি অমন হলে
মাঝরাতে আকাশটাতে যাবে যে আগুন জ্বলে
সেই ফাঁকে তুমিও কখন চুরি যাবে
কাকে পাবে বাঁচাতে তোমারে
ও চাঁদ সামলে রাখো জোছনাকে।।

আমার ভালোবাসার রাজপ্রাসাদে

আমার ভালোবাসার রাজপ্রাসাদে
নিশুতি রাত গুমরে কাঁদে
মনের ময়ুর মরেছে ঐ
ময়ুর মহলেই
দেখি মুকুটটা তো পড়ে আছে
রাজাই শুধু নেই।।
দরবারে তার ছিলো আমার সোনার সিংহাসন
আমি হাজার হাতের সেলাম পেলাম
পেলাম না তো মন
আজ মখমলের ঐ পর্দাগুলো
ওড়ায় শুধু স্মৃতির ধূলো
ফুলবাগানের বাতাস এসে
আছড়ে পড়ে যেই।।
আমার নাচঘরে যেই পাগল হত
নূপুর তোমার পায়
আমি ইরান দেশের গোলাপ ছুঁড়ে
দিতাম তোমার গায়
তুমি শ্বেত পাথরের গেলাসস ভরে
অনেক শুধা দিতে ভরে
আমি বিষও পেলাম তোমার দেয়া
ঐ পেয়ালাতেই।।

এতো রাগ নয় এ যে অভিমান

F
এতো রাগ নয় এ যে অভিমান এ শুধু তোমায় চাওয়ার
আরো বেশী কাছে পাওয়ার ছল ভরা গান এ যে অভিমান।।
জানো না কি আকাশ নিজেই সাধ করে চায় মেঘের কালো
যাতে ঐ পুরনো চাঁদ নতুন করে লাগে ভালো
অভিমান এমনি করেই অনেক বেশী
আরো অনেক বেশী বাড়ায় মনের টান।।
মাঝে মাঝে মন্দ হলেও মন্দ কি
কাঁটা না বিঁধিয়ে হাতে তুললে গোলাপ আনন্দ কি।
আসলে ইচ্ছে করেই বেসুরো গাই মাঝে মাঝে।
যাতে ঐ একটানা সুর নতুন করে বুকে বাজে
বিরহের জ্বালার পরেই মধুর লাগে বড় মধুর লাগে মিলন সুধা পান।।