Tuesday, October 25, 2016

আমি যামিনী তুমি শশী হে

D#
আমি যামিনী তুমি শশী হে
ভাতিছ গগন মাঝে।
মম সরসীতে তব উজল প্রভা
বিম্বিত যেন লাজে।।

তোমায় হেরিগো স্বপনে শয়ানে
তাম্বুর রাঙ্গা বয়ানে (তব)
মরি অপরূপ রূপ মাধুরী
বসন্ত-সম বিরাজে।।

তুমি যে শিশির বিন্দু
মম কুমুদির বক্ষে
না হেরিলে ওগো তোমারে
তমসা ঘনায় চক্ষে।

তুমি অগণিত তাঁরা গগনে
প্রাণবায়ু মম জীবনে (তুমি)
তব নামে মম প্রেম মুরলী
পরাণের গোঠে বাজে।।

No comments:

Post a Comment