Tuesday, November 21, 2017

পৌষের কাছাকাছি রোদ মাখা সেইদিন

G#m
পৌষের কাছাকাছি রোদ মাখা সেইদিন
ফিরে আর আসবে কি কখনও।

খুশি আর লজ্জার মাঝামাঝি সেই হাসি
তুমি আর হাসবে কি কখনও।।

অনুযোগ কার নাম না জেনে
অধরেতে কোন সাড়া না এনে।
দেখা আর না দেখার কাছাকাছি কোন রঙ
চোখে আর ভাসবে কি কখনো।

কাব্য কি কথা সে ভাববো কি বিলাসে
মায়াজাল বুনবো কি তখনও
দু একটি পাখিদের সে কাকলী শুনবো কি তখনও।

সে বাতাস বাঁশি কিগো বাজাবে
সে আবেশ মনে মনে সাজাবে
বোঝা আর না বোঝার কাছাকাছি কোন গান
ভাল আর বাসবে কি কখনো।।

No comments:

Post a Comment