Saturday, March 31, 2018

এতো রাগ নয় এ যে অভিমান

F
এতো রাগ নয় এ যে অভিমান এ শুধু তোমায় চাওয়ার
আরো বেশী কাছে পাওয়ার ছল ভরা গান এ যে অভিমান।।
জানো না কি আকাশ নিজেই সাধ করে চায় মেঘের কালো
যাতে ঐ পুরনো চাঁদ নতুন করে লাগে ভালো
অভিমান এমনি করেই অনেক বেশী
আরো অনেক বেশী বাড়ায় মনের টান।।
মাঝে মাঝে মন্দ হলেও মন্দ কি
কাঁটা না বিঁধিয়ে হাতে তুললে গোলাপ আনন্দ কি।
আসলে ইচ্ছে করেই বেসুরো গাই মাঝে মাঝে।
যাতে ঐ একটানা সুর নতুন করে বুকে বাজে
বিরহের জ্বালার পরেই মধুর লাগে বড় মধুর লাগে মিলন সুধা পান।।

No comments:

Post a Comment