C
আমায় চিনতে কেন পারছো
না মা
সবই ভুলে গেলে
আমি তোমার অবোধ ছেলে
ফিরে এলাম মায়ের কোলে।।
স্বর্গ কোথায় তা জানি
না
আমি জানি এই ঠিকানা
যেখানে সব স্বর্গ মর্ত
পাতাল হারায় রসাতলে।।
শেষ হল মা ধূলা খেলা
এবার হবে সোনার খেলা
সীমানাহীন আনন্দে মা
কাটবে আমার সারা বেলা।
এসো তুমি হাত বাড়িয়ে
চলে আমার সঙ্গে নিয়ে
যেখানে সব জন্ম মৃত্যু
হয় একাকার প্রতি পলে।।
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সুর: সুপর্ণ কান্তি ঘোষ
No comments:
Post a Comment