কে প্রথম কাছে এসেছি
কে প্রথম চেয়ে দেখেছি,
কিছুতেই পাই না ভেবে
কে প্রথম ভালবেসেছি,
তুমি না অমি ?
ডেকেছি কে আগে
কে দিয়েছে সাড়া,
কার অনুরাগে কে গো দিশাহারা,
ডেকেছি কে আগে
কে দিয়েছে সাড়া
কার অনুরাগে কে গো দিশাহারা,
কে প্রথম মন জাগানো সুখে হেসেছি
তুমি না অমি?
কে প্রথম কাছে এসেছি
কে প্রথম চেয়ে দেখেছি,
কিছুতেই পাই না ভেবে
কে প্রথম ভালবেসেছি,
তুমি না অমি ?
কে প্রথম কথা দিয়েছি
দুজনার এ দুটি হৃদয়,
একাকার করে নিয়েছি।
শুরু হল কবে এত চাওয়া পাওয়া
একই অনুভবে একই গান গাওয়া,
শুরু হল কবে
এত চাওয়া পাওয়া
একই অনুভবে একই গান গাওয়া,
কে প্রথম মন হারানোর স্রোতে ভেসেছি
তুমি না অমি?
কে প্রথম কাছে এসেছি
কে প্রথম চেয়ে দেখেছি,
কিছুতেই পাই না ভেবে
কে প্রথম ভালবেসেছি,
তুমি না অমি ?
x
No comments:
Post a Comment