Sunday, April 22, 2018

ওগো বরষা তুমি ঝরো না গো F

D#
ওগো বরষা তুমি ঝরো না গো অমন জোরে
কাছে সে আসবে তবে কেমন করে
রিমঝিম রিমঝিম রিমঝিম
এলে না হয় ঝোরো তখন অঝর ধারে
যাতে সে যেতে চেয়েও যেতে নাহি পারে
বিমঝিম ঝিম ঝিম ঝিম।।

মেঘ তুমি চাঁদকে ঢেক যদি ওঠে
চন্দ্রমল্লিকা যেন না ফোটে
আমারি চাঁদ আমার থাকুক
কেউ যেন না দেখে তারে
রিমঝিম রিমঝিম রিমঝিম।।
যেন তার পায়ের নুপুর বাজে রুমঝুম
এত রাতেও ভ্রমর কেন কর গুনগুন
লক্ষী ভ্রমর চুপ করোনা
আসছে সে আজ আমার দ্বারে
রিমঝিম রিমঝিম রিমঝিম।।

No comments:

Post a Comment