A#
চম্পা চামেলী গোলাপেরই বাগে
এমনও মাধবী নিশি আসেনি আগে।।
চাঁপারও আতর মেখে কোয়েলা ওঠে যে জেগে
পিউ কাহা পিউ কাহা ভরা অনুরাগে।।
যত কথা প্রানে ছিল স্মৃতি হয়ে যায়
সুর যেন মালা হয়ে কন্ঠে জড়ায়।
হৃদয়েরও কুঞ্জ মাঝে রাধার ও নুপূর বাজে
জীবনের ও মধুবনে মধুঝতু জাগে।।
এমনও মাধবী নিশি আসেনি আগে।।
চাঁপারও আতর মেখে কোয়েলা ওঠে যে জেগে
পিউ কাহা পিউ কাহা ভরা অনুরাগে।।
যত কথা প্রানে ছিল স্মৃতি হয়ে যায়
সুর যেন মালা হয়ে কন্ঠে জড়ায়।
হৃদয়েরও কুঞ্জ মাঝে রাধার ও নুপূর বাজে
জীবনের ও মধুবনে মধুঝতু জাগে।।
No comments:
Post a Comment