মান্না দে,র গানের লিরিকস
Monday, August 15, 2022
কে তুমি তন্দ্রাহরণী
কে তুমি, কে তুমি
কে তুমি তন্দ্রাহরণী
দাঁড়িয়ে আমার চোখের আগে
রাঙ্গালে এ মন পুস্পরাগে
কে গো চম্পাবরণী।।
আজ তোমায় দেখে হলো মনে
তুমি ছিলে মনের কোনে (২)
তোমার ডাকেই কূল হারালো
আমার স্বপ্নতরণী (২)।।
তুমি বোঝ নাকি,
তুমি বোঝ নাকি (২)
প্রাণের বিরাম জানে না আমার
বনের পাখী, তুমি শোন তা কি।
ওই ভ্রমর আঁখির গুঞ্জরণে
ফুল ফোটে তাই মন পবনে (২)
মিলন মায়ায় হয় একাকার
সাধের স্বর্গধরণী।।
x
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment