Monday, August 15, 2022

কে তুমি তন্দ্রাহরণী

 
কে তুমি, কে তুমি
কে তুমি তন্দ্রাহরণী
দাঁড়িয়ে আমার চোখের আগে
রাঙ্গালে এ মন পুস্পরাগে
কে গো চম্পাবরণী।।
 
আজ তোমায় দেখে হলো মনে
তুমি ছিলে মনের কোনে (২)
তোমার ডাকেই কূল হারালো
আমার স্বপ্নতরণী (২)।।
  
তুমি বোঝ নাকি,
তুমি বোঝ নাকি (২)
প্রাণের বিরাম জানে না আমার
বনের পাখী, তুমি শোন তা কি।
 
ওই ভ্রমর আঁখির গুঞ্জরণে
ফুল ফোটে তাই মন পবনে (২)
মিলন মায়ায় হয় একাকার
সাধের স্বর্গধরণী।।
x

No comments:

Post a Comment