ছিলে তুমি ছিলাম আমি
চিহ্নটি তার রাখো।।
উত্তর বায় করুক শাসন
যাক ঘুচে যাক সবুজ আসন
শেষ বেলাকার অশেষ নিয়ে
স্মৃতির ছবি আঁকো।।
ওই পাতাটায় অমর হবে তোমার আমার কথা
পাশাপাশি থাকবে তোলা আনন্দ আর ব্যাথা
তোমার আমার কথা
ওই পাতাটায় অমর হবে আনন্দ আর ব্যাথা
বসন্ত দিন আসবে যখন ফুল হয়ে নয় ফুটবো তখন
হিমেল রাতের দুঃখ তোমার ভুষন করে ঢাকো
No comments:
Post a Comment