Wednesday, August 27, 2014

কফি হাউসের সেই আড্ডাটা D#

কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই
কোথায় হাড়িয়ে গেল সোনালী বিকেল গুলো সেই।।

নিখিলেশ প্যারিসে মইদুল ঢাকাতে নেই তারা আজ কোন খবরে
গ্রান্ডের গিটারিষ্ট গোয়ানিস ডিসুজা ঘুমিয়ে আছে যে আজ কবরে
কাকে যেন ভালবেসে আঘাত পেয়ে যে শেষে পাগলা গারদে আছে রমারায়
অমলটা ধুগছে দুরন্ত ক্যানসারে জীবন করেনি তাকে ক্ষমা হায়।।

সুজাতাই আজ শুধু সবচেয়ে সুখে আছে শুনেছি তো লাখপতি স্বামী তার
হীরে আর জহরতে আগা গোড়া মোড়া সেগাড়ি বাড়ি সব কিছু দামী তার
আর্ট কলেজের ছেলে নিখিলেশ শান্যাল বিজ্ঞাপনের ছবি আঁকতো
আর চোখ ভরা কথা নিয়ে নির্বাক স্রোতা হয়ে ডিসুজা টা বসে সুধু থাকতো।।

একটা টেবিলে সেই তিনচার ঘন্টা চারমিনার ঠোটে জ্বলতো
কখোনো বিষ্ণু দে কখোনো জামিনী রায় এই নিয়ে তর্কটা চলতো
রোদ ঝড় বৃষ্টিতে যেখানেই যে থাকুক কাজ সেরে ঠিক এসে জুটতাম
চারটেতে শুরু করে জমিয়ে আড্ডা মেরে সাড়ে সাতটায় ঠিক উঠতাম।।

কবি কবি চেহারা কাধেতে ঝোলানো ব্যাগ মুছে যাবে অমলের নামটা
একটা কবিতা তার হলনা কোথাও ছাপা পেলনা সে প্রতিভার দামটা
অফিসের সোসালে ম্যামেচার নাটকে রমারায় অভিনয় করতো
কাগজের রিপোর্টার মইদুল এসেরোজ কি লিখেছে তাই শুধু পড়তো।।

সেই সাতজন নেই আজ টেবিলটা তবু আছে সাতটা পেয়ালা আজো খালি নেই
একই সে বাগানে আজ এসছে নতুন কুড়ি শুধু সেই সেদিনের মালি নেই।
কতো সপ্নের রোদ ওঠে এই কফি হাউজে কত সপ্ন মেঘে ঢেকে যায়
কতজন  এলো গেল কতজনই আসবে কফি হাউজটা শুধু থেকে যায়।।

6 comments:

  1. এত সুন্দর পোষ্টের জন্য ধন্যবাদ

    ReplyDelete
  2. আমার সেরা গান।

    ReplyDelete
  3. সব গুলো গান আমার পছন্দের কিছু গান ডাউনলোড করা ছিলো বাকিগুলো এখন ডাউনলোড করেছি। ধন্যবাদ লিরিক্স গুলো শেয়ার করার জন্য।

    ReplyDelete