ক’ফোটা চোখের জল ফেলেছো যে তুমি ভালবাসবে
পথের কাঁটায় পায় রক্ত না ঝড়ালে
কি করে এখানে তুমি আসবে।।
ক’টা রাত কাটিয়েছো জেগে সপ্নের মিথ্যে আবেগে (২)
কি এমন দুঃখকে সয়েছো যে তুমি
এত সহজেই হাসবে।।
হাজার কাজের ভীরে সময় তো হয়নি তোমার
শোননি তো কান পেতে অষ্ফুট কোন কথা তার।
আজ কেন হাহাকার করো সেকথাই ইতিহাস গড়ো
কি সূখ জলাঞ্জলি দিয়েছো যে তুমি সুখের সাগরে ভাসবে।।
পথের কাঁটায় পায় রক্ত না ঝড়ালে
কি করে এখানে তুমি আসবে।।
ক’টা রাত কাটিয়েছো জেগে সপ্নের মিথ্যে আবেগে (২)
কি এমন দুঃখকে সয়েছো যে তুমি
এত সহজেই হাসবে।।
হাজার কাজের ভীরে সময় তো হয়নি তোমার
শোননি তো কান পেতে অষ্ফুট কোন কথা তার।
আজ কেন হাহাকার করো সেকথাই ইতিহাস গড়ো
কি সূখ জলাঞ্জলি দিয়েছো যে তুমি সুখের সাগরে ভাসবে।।
No comments:
Post a Comment