Wednesday, August 27, 2014

সহেলী গো

C

সহেলী গো কিনামে তোমায় বলো ডাকি
ফাগুনি তুমি না বৈশাখী
বলনা আমায় তুমি শুধু একবার
মহুয়া না মৌমিতা কিনাম তোমার।।

তোমায় দেখেযে মনে হয় এত সুন্দর কেউ নয়
বুঝিগো প্রথম প্রেম উঁকি দিল জীবনে আমার (২)
শ্রীমতি না শর্বরী কিনাম যে রাখি গো তোমার।।

এই কথাটাই গেছি বুঝে
তোমায় পেলেই আমি জীবনের মানে পাবো খুজে (২)
কাছে কবে পাবো যে তোমায় দিন যায় সেই ভাবনায় (২)
জীবনের সঙ্গীনি হবে তুমি যেদিন আমার (২)
বঁধু নাম দেব আমি সেদিন তোমার।।

No comments:

Post a Comment