Wednesday, August 27, 2014

তুমি নিজের মুখে বললে যেদিন

তুমি নিজের মুখে বললে যেদিন
সবই তোমার অভিনয়
সত্যি কোন কিছু নয়
আমি দুঃখ পেলেও খুশী হলাম জেনে।।

আমি মানুষ চেয়েই করেছিলাম ভুল
তুমি ছিলে শুধু রং করা পুতুল
আমার ভুল ভাঙ্গাতে ধুলো হয়ে পরলে যে তাই ভেঙ্গে।।

আনন্দ আর নেই গো যেখানে
শুধু মুখের হাসি সাজিয়ে রেখে কাজ কি সেখানে।

এই বুকের জ্বালা বুকেই গোপন করে
বল লাভ কি হবে নকল মালা পড়ে
যখন সাজানো ঐ মনের ওপর পরদা দিলে টেনে।।

No comments:

Post a Comment