Wednesday, August 27, 2014

যদি প্রশ্ন করি

যদি প্রশ্ন করি সব চেয়ে মিষ্টি কি হয়তো বলবে মধু
না গো না আমি বলবো তুমি আমার বাসর ঘরের বধু।।

যদি প্রশ্ন করি সব চেয়ে গভীর বলো কি
বলবে ভালোবাসা (২)
না গো না আমি বলবো তুমি
তোমার চোখের নীরব ভাষা (২)।।


যদি প্রশ্ন করি সব চেয়ে আনন্দ দেয় কি
হয়তো বলবে সুখ
না গো না আমি বলবো তুমি তোমার লজ্জা মাখা মুখ।

যদি প্রশ্ন করি সব চেয়ে প্রিয় বলো কি
হয়তো বলবে গান (২)
না গো না আমি বলবো তুমি তোমার অবুঝ অভিমান।

No comments:

Post a Comment