যদি প্রশ্ন করি সব চেয়ে মিষ্টি কি হয়তো বলবে মধু
না গো না আমি বলবো তুমি আমার বাসর ঘরের বধু।।
যদি প্রশ্ন করি সব চেয়ে গভীর বলো কি
বলবে ভালোবাসা (২)
না গো না আমি বলবো তুমি
তোমার চোখের নীরব ভাষা (২)।।
যদি প্রশ্ন করি সব চেয়ে আনন্দ দেয় কি
হয়তো বলবে সুখ
না গো না আমি বলবো তুমি তোমার লজ্জা মাখা মুখ।
যদি প্রশ্ন করি সব চেয়ে প্রিয় বলো কি
হয়তো বলবে গান (২)
না গো না আমি বলবো তুমি তোমার অবুঝ অভিমান।
না গো না আমি বলবো তুমি আমার বাসর ঘরের বধু।।
যদি প্রশ্ন করি সব চেয়ে গভীর বলো কি
বলবে ভালোবাসা (২)
না গো না আমি বলবো তুমি
তোমার চোখের নীরব ভাষা (২)।।
যদি প্রশ্ন করি সব চেয়ে আনন্দ দেয় কি
হয়তো বলবে সুখ
না গো না আমি বলবো তুমি তোমার লজ্জা মাখা মুখ।
যদি প্রশ্ন করি সব চেয়ে প্রিয় বলো কি
হয়তো বলবে গান (২)
না গো না আমি বলবো তুমি তোমার অবুঝ অভিমান।
No comments:
Post a Comment