C#
তুমি একজনই শুধু বন্ধু আমার
শত্র“ও তুমি একজন তাই
তোমাকেই ভালে লাগে তোমাকেই ভালে লাগে
তুমি আমার পুর্নিমা রাত তুমি চন্দ্র গ্রহন তাই
তোমাকেই ভালে লাগে তোমাকেই ভালে লাগে।।
ওই দুটি হাত যেমন আমায় টেনে নিয়ে যায় মরনে
তেমনি আবার ও হাত ধরেই ফিরে আসি আমি জীবনে
যে নয়ন জ্বলে দারুন আগুন বৃষ্টিও দেয় সে নয়ন তাই
তোমাকেই ভালে লাগে তোমাকেই ভালে লাগে।।
তোমায় পেয়ে এই মনে হয় কানায় কানায় ভরেছি
এই মনে হয় সব হাড়িয়ে শুন্য আমায় করেছি
যে সাপের মনি দেয়গো আলো সেই যে করে দংশন তাই
তোমাকেই ভালে লাগে তোমাকেই ভালে লাগে।।
তোমাকেই ভালে লাগে তোমাকেই ভালে লাগে
তুমি আমার পুর্নিমা রাত তুমি চন্দ্র গ্রহন তাই
তোমাকেই ভালে লাগে তোমাকেই ভালে লাগে।।
ওই দুটি হাত যেমন আমায় টেনে নিয়ে যায় মরনে
তেমনি আবার ও হাত ধরেই ফিরে আসি আমি জীবনে
যে নয়ন জ্বলে দারুন আগুন বৃষ্টিও দেয় সে নয়ন তাই
তোমাকেই ভালে লাগে তোমাকেই ভালে লাগে।।
তোমায় পেয়ে এই মনে হয় কানায় কানায় ভরেছি
এই মনে হয় সব হাড়িয়ে শুন্য আমায় করেছি
যে সাপের মনি দেয়গো আলো সেই যে করে দংশন তাই
তোমাকেই ভালে লাগে তোমাকেই ভালে লাগে।।
No comments:
Post a Comment