Cm
ও কেন এত সুন্দরী হল অমনি করে ফিরে তাকালো
দেখেতো আমি মুগ্ধ হবই আমি তো মানুষ।।
সবে যখন আকাশ জুড়ে মেঘ জমেছে
ঝড় ওঠেনি বাতাসটাতে ঘোর লেগেছে
ও কেন তখন উড়িয়ে আচল খোল চুলে বাইরে এল
দেখেতো আমি মুগ্ধ হবই আমি তো মানুষ।।
সবে যখন প্রানে আমার মন জেগেছে
পৃথিবীটা একটু খানি বদলে গেছে
ও কেন তখন হঠাৎ এমন বিনা কাজে সামনে এল
দেখেতো আমি মুগ্ধ হবই আমি তো মানুষ।।
দেখেতো আমি মুগ্ধ হবই আমি তো মানুষ।।
সবে যখন আকাশ জুড়ে মেঘ জমেছে
ঝড় ওঠেনি বাতাসটাতে ঘোর লেগেছে
ও কেন তখন উড়িয়ে আচল খোল চুলে বাইরে এল
দেখেতো আমি মুগ্ধ হবই আমি তো মানুষ।।
সবে যখন প্রানে আমার মন জেগেছে
পৃথিবীটা একটু খানি বদলে গেছে
ও কেন তখন হঠাৎ এমন বিনা কাজে সামনে এল
দেখেতো আমি মুগ্ধ হবই আমি তো মানুষ।।
No comments:
Post a Comment