Wednesday, August 27, 2014

যদি কাগজে লেখো নাম

C#

যদি কাগজে লেখো নাম কাগজ ছিড়ে যাবে
পাথরে লেখো নাম পাথর খয়ে যাবে
হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে।।

হৃদয় আছে যার সেইতো ভালবাসে
প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে
কেউ কি ভেবেছিলো শ্যামকে ভালোবেসে
রাধার ভালেবাসা কাহিনী হয়ে যাবে।।

গভীর হয়গো যেখানে ভালেবাসা
মুখেতো সেখানে থাকে না কোন ভাষা
চোখের আড়ালে মাটির নীচে ঐ
ফলগু চিরদিনই নিরবে বয়ে যাবে।।

No comments:

Post a Comment