Wednesday, August 27, 2014

কথা দাও আবার আসবে

F
কথা দাও আবার আসবে
এমনি করে ভালোবাসবে
দিন যাক সেই ভরসায়।।

এবরষা হয় হোক সাড়া
থেমে যাক এই বারি ধারা
আবার নদীর কুল ভাসবে
একদিন নব বরষায়।।

শুধু এই কথাটুকু নিয়ে
এ বিদায় দেব খুশী হয়ে
আবার নয়ন দুটি হাসবে
সপ্নের এক দুরাশায়।।

No comments:

Post a Comment