Wednesday, August 27, 2014

তোমার নিশ্বাসে বিষ

তোমার নিশ্বাসে বিষ ছিলো আমি বিশ্বাস করিনি
ওরা বলেছিলো বহুবার কারো কথা কানে তুলিনি।।

রূপ এত সুন্দর যার ভাবিনি এমন কালো হবে অন্তর তার
তোমারি তো মালা পরেছি (২)
আর কারো মালা পরিনি।।

বাইরে তে এত সোনা এত খাদ ভেতরে (২)
যাচাই না হলে আমি বুঝতাম কি করে।

গান এত সুমধুর যার ভাবিতি মুখের কথা এত নিষ্ঠুর তার
আমি জেনেশুনে মরেছি (২)
কিছু না জেনে তো মরিনি।।

No comments:

Post a Comment