Wednesday, August 27, 2014

তোমার ঐ হাসিতে

তোমার ঐ হাসিতে কিদারুন জ্বালা
যে জ্বলে সেই জানে তুমি শুধু জাননা
ও চোখের চাউনিতে (২) মরনের ইশারা
যেই দেখে সেই মরে তুমি শুধু মানোনা।

এ জ্বালা কভু আর কেউ যেন পায়না
আমি ছাড়া ঐ চোখে কেউ যেন চায়না (২)
মরতে যে চাই আমি (৩) একা ঐ মরনে
আর যেন কাউকে সই ও মরনে মেরনা।।

প্রনয়ের এ খেলায় হারি জিতি নেই লাজ
দেউলিয়া হয়ে আমি হতে চাই মহারাজ (২)
এবুকে বারে বারে (৩) আসে তাই কামনা
একবার মুখে বলো তুমি আর কারেনা।।

No comments:

Post a Comment