D#m
পৌষের কাছাকছি রোদ মাখা সেই দিন
ফিরে আর আসবে কি কখোনো
খুশী আর লজ্জার মাঝামাঝি সেই হাসি
তুমি আর হাসবে কি কখোনো (২)।।
অনুযোগ কার নাম না জেনে
অধরেতে কোন সাড়া না এনে
দেখা আর না দেখার কাছাকছি কোন রং
চোখে আর ভাসবে কি কখোনো।।
কাব্যকি কথা সে ভাববো কি বিলাসে
মায়া জাল খুলবো কি তখোনো
দু একটি পাখিদের
সে কাকলী সুনবো কি তখোনো
সে বাতাস বাশী কিগো বাজাবে
সে আবেশ মনে মনে সাজাবে
বোঝা আর না বোঝার কাছাকছি কোন গান
ভালো আর বাসবে কি কখোনো।।
খুব ভালো উদ্দ্যোগ
ReplyDeleteআপনার সাইটে আমার প্রিয় গান গুলো দেখতে পেযে যারপরনাই খুশি হলাম। এভাবেই সমৃদ্ধ হবে বাংলার গানের ভান্ডার আর তা থাকবে চিরকাল। আবারো ধন্যবাদ।
ReplyDelete