D#
যদি এখোনো আমাকে শুধু ভালোলাগে
ভালো না বাসো মন্দ কি
চোরা চাউনিতে যদি দুর থেকে দেখ কাছে না আসো
বেশ বেশ তাইবা মন্দ কি।।
যদি ও মুখের ভার পাথর করে
ঘোরোফের সারাদিন নিজের ঘরে (২)
যদি চোখের তারায় শুধু হাসো একবার
মুখে না হাসো মন্দকি।।
তোমার জানলার পর্দাটা বাতাস উড়িয়ে
নিয়ে পালায় যখন
আমার এ ঘর থেকে তোমার ঘরটা দেখি
ভরিয়ে নয়ন।
দেখি আয়নার সামনেতে দাঁড়িয়ে থেকে
কাউকে না দেখে শুধু দেখ নিজেকে
যদি আমাকে ভাসাও আরো সপ্নে তোমার
নিজে না ভাসো মন্দকি।।
No comments:
Post a Comment