Wednesday, August 27, 2014

সেইতো আবার কাছে এলে

G#
সেইতো আবার কাছে এলে
এতদিন দুরে থেকে বলোনা কি সুখ তুমি পেলে।।

এ কেমন ভালবাসা কে জানে
কি ভেবে গো ব্যাথা দিলে এ প্রানে
নিজ হাতে মনি দ্বীপ নিভায়ে
আবার নিজেই দিলে জ্বেলে।।

তুমি তো আমায় ভালো চেনো
তুমি ছাড়া কোন গান ভাবতেও পারিনা তা জেন।

তবু যদি ভাব সবই ছলনা
সেই কথা মুখে কেন বলনা
ঝড়া মালা কেন দাও পড়ায়ে
ধুলিতে দাওনা তারে ফেলে।।

No comments:

Post a Comment