Wednesday, August 27, 2014

ললিতা গো

C

ললিতা গো
ওকে আজ চলে যেতে বলনা
ওঘাটে জল আনিতে যাবোনা যাবোনা
ও সখি অন্য ঘাটে চলনা।।

দিবালোকে সে আমার নাম ধরে ডাকে
আমাকে সবাই দোষে সে সাধু থাকে
অসময় সময় কিছু কেন সে বোঝে না।।

নিশি রাতে বাঁশী তার সিঁদকাঠি হয়ে
চুপিচুপি ঘরে এসে বাজে রয়ে রয়ে
যখনি ডাকবে সে তখনি যেতে হবে
আমি কি এমনতর খেলনা।। 

No comments:

Post a Comment