মেনেছি গো হার মেনেছি
তব পরাজয় মোর পরাজয় বারেবারে তাই জেনেছি।।
ফাল্গুনে ধরা দিলো যে মলয়
কুসুমে গন্ধে বাজে বাজে তারি জয়
দুরে গিয়ে যত কাঁদানু তোমায় (২)
বেদনা কুড়ায়ে এনেছি।।
অভিমান আজ ভুলেছি
ক্ষমা করো যদি থেকোনা দাঁড়ায়ে রুদ্ধ দুয়ার খুলেছি।
এনেছো ভরিয়া তব তনুমন কোন অমরার আনন্দ ঘন
তোমারে নহেগো হেলায় আঘাত আপনারি বুকে হেনেছি।।
তব পরাজয় মোর পরাজয় বারেবারে তাই জেনেছি।।
ফাল্গুনে ধরা দিলো যে মলয়
কুসুমে গন্ধে বাজে বাজে তারি জয়
দুরে গিয়ে যত কাঁদানু তোমায় (২)
বেদনা কুড়ায়ে এনেছি।।
অভিমান আজ ভুলেছি
ক্ষমা করো যদি থেকোনা দাঁড়ায়ে রুদ্ধ দুয়ার খুলেছি।
এনেছো ভরিয়া তব তনুমন কোন অমরার আনন্দ ঘন
তোমারে নহেগো হেলায় আঘাত আপনারি বুকে হেনেছি।।
No comments:
Post a Comment