Wednesday, August 27, 2014

জানি তোমার প্রেমের যোগ্য আমিতো নই

জানি তোমার প্রেমের যোগ্য আমিতো নই
পাছে ভালোবেসে ফেল তাই
দুরে দুরে রই।।

আমার এ পথে শুধু আছে মরুভুমি ধু ধু
আমি কি ভাবে বাচাবো তোমার মাধবী ঐ।।

কতো পেয়ালা লাঞ্চনার আমি নীরবে করি যে পান
আর যারা সুধা নিয়ে চলে তুমি গাও গো তাদেরি গান।

এমনি বিভেদ কতো মনে আসে অবিরত
দুটি ভিন্ন জীবন যেন না মিলিত হই।।

No comments:

Post a Comment