Wednesday, August 27, 2014

তুমি নয় নাই কাছে আসলে

তুমি নয় নাই কাছে আসলে
আমায় নাই বা ভালে বাসলে
তাই বলে আমি কিগো ভালবাসবো না
আমি কেন কাছে আসবো না।।

মেঘে নয় আকাশটা ঢাকলো
চাঁদ নয় আড়ালে থাকলো (২)
নদী কেন ভরবে না জোয়ারে
সেই স্রোতে আমি কেন ভাসবো না।।

আখি নয় সপ্নকে ভুললো
অশ্র“ই শুধু ভরে তুলল
মন কেন দেখবে না সপ্ন
সেই সুখে আমি কেন হাসবো না।।

No comments:

Post a Comment