আমি সারা রাত শুধু জেগে কেঁদেছি
বুঝিনি এভাবে তুমি চলে যাবে
জানিনা কি অপরাধ করেছি।।
পারিনি কিছুতে নিজেকে বোঝাতে
কি ভুলে সবই যে হল হাড়াতে
পারিনি সে রাতে তোমায় ফেরাতে
ঢেকেছি এ আখি শুন্য দুহাতে
তবেকি ভুলেরি সর্গই গড়েছি (২)।।
জানিনা কি পেলে তুমি এ খেলাতে
সুখেরি ছবিটি ছিড়ে ফেলাতে
জানিনা তোমাকে আমি কি দিয়েছি
কিযে চেয়েছি কিবা পেয়েছি
চোখেরি জলে তে মুক্তই যে ধরেছি (২)।।
বুঝিনি এভাবে তুমি চলে যাবে
জানিনা কি অপরাধ করেছি।।
পারিনি কিছুতে নিজেকে বোঝাতে
কি ভুলে সবই যে হল হাড়াতে
পারিনি সে রাতে তোমায় ফেরাতে
ঢেকেছি এ আখি শুন্য দুহাতে
তবেকি ভুলেরি সর্গই গড়েছি (২)।।
জানিনা কি পেলে তুমি এ খেলাতে
সুখেরি ছবিটি ছিড়ে ফেলাতে
জানিনা তোমাকে আমি কি দিয়েছি
কিযে চেয়েছি কিবা পেয়েছি
চোখেরি জলে তে মুক্তই যে ধরেছি (২)।।
Casino Online Review
ReplyDeleteIf you are looking to learn more about casino online, this casino is 블랙 잭 사이트 the first to bring you information. This is the complete review of Is Online 먹튀 검증 먹튀 랭크 Casino 1 bet Safe?Who can 하하 포커 머니 상 play in Online 바카라 검증사이트 Casino?