F
মিষ্টি একটা গন্ধ রয়েছে ঘর টা জুড়ে
কেউ না জানি এসে কারুকে না পেয়ে
গেছে কি ঘুরে।।
এলোমেলো করে ছড়ানো ছিলো যা
কার দুটি হাত সাজিয়ে দিলো তা (২)
চিনি কি চিনি না কোথায় সে থাকে
কাছে না দুরে।।
ফুল দানিটার রূপ ফিরে গেছে (২)
কি করে বলি কেন
রেখে গেছে সদ্য ফোটানো পদ্মকলি (কেন)।।
পুরানো দ্বিপের কাজল মুছিয়ে
নতুন শিখাটি গেছে জ্বেলে দিয়ে (২)
কি পেয়ে হাড়ালো নিশি হাওয়া তাই মরে ঘুরে।।
awesome
ReplyDelete